সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে নির্মিত ছয়টি হলের নামকরণ করেছে সিন্ডিকেট।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত নিয়মিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে উপাচার্য অধ্যাপক নূরুল আলম সভাপতিত্ব করেন। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক সিন্ডিকেট সদস্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, ‘সিন্ডিকেট সভায় নবনির্মিত ৬টি হল ও একটি স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। মেয়েদের তিনটি হল—১৭,১৮ ও ১৯ নং হলের নামকরণ করা হয়েছে যথাক্রমে বেগম রোকেয়া হল, ফজিলাতুন্নেসা হল ও বীর প্রতীক তারামন বিবি হল।’
তিনি আরও বলেন, ‘ছেলেদের তিনটি হল ২০,২১ ও ২২ নম্বরের যথাক্রমে শহীদ তাজউদ্দীন হল, শেখ রাসেল হল ও কাজী নজরুল ইসলাম হল নামকরণ করা হয়েছে। আর স্পোর্টিং কমপ্লেক্সের নাম রাখা হয়েছে শেখ কামাল স্পোর্টিং কমপ্লেক্স।’
জেবি