সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী শিবলী সাদিক শাহ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার কল্যাণপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
শিবলী সাদিকের গ্রামের বাড়ি দিনাজপুর চিরিরবন্দর। তিনি কৃষি সম্প্রসারণ বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ছিলেন।
সাদিকের সহপাঠীরা জানান, রোববার বিকেলে ইকোকার্ডিওগ্রাম করাতে সাদিক কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে যান। সেখানে পায়ে ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেললে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ২০ মিনিট পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাত সাড়ে ৯ টার দিকে তিনি মারা যান।
সাদিকের নিজ গ্রাম চিরিরন্দরে আজ সোমবার দুপুর ১২ টার দিকে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এফএইচ