সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও নদী বিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদকে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে।
রোববার (২৫ আগস্ট) দুপুরে নিজের জীবনের নিরাপত্তা ও জীবননাশের হুমকির প্রতিকার চেয়ে কুড়িগ্রামের রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি কপির সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট (শনিবার) সন্ধ্যায় একটি গ্রামীণ ফোন নম্বর থেকে মুঠোফোনে জীবননাশের হুমকি দিয়েছেন এক ব্যক্তি। হুমকিদাতা বলেছেন, তার ও তার পরিবারের সদস্যদের অস্তিত্ব শেষ করে দেবেন। হুমকিদাতা নিজের পরিচয় দেননি বলে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, আমরা রাজারহাটে চাকিরপশার নদী সুরক্ষার দাবিতে কয়েকবছর ধরে আন্দোলন করে আসছি। আমি নিজে এই আন্দোলনের সমন্বয়ক। উচ্চ আদালতের নির্দেশনা আছে অবৈধ দখলদার উচ্ছেদের। সে কারণেই দখলদারদের পক্ষে কেউ এই হুমকি দিয়েছেন বলে মনে হয়। বিষয়টি জানতে অভিযুক্ত নম্বরটিতে কল করা হলে যোগাযোগ সম্ভব হয়নি।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, অধ্যাপক ডা. তুহিন ওয়াদুদ থানায় একটি হুমকির প্রতিকার ও নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, উপজেলার চাকিরপশার নদীর কয়েকটি মৌজা বিল শ্রেণিভুক্ত। এখানে ২শ’ একরের বেশি অবৈধভাবে দখল হয়েছে। মন্ত্রী পরিষদ, ভূমি মন্ত্রণালয়, জাতীয় নদী রক্ষা কমিশনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নদী উদ্ধারে নির্দেশনা আছে। বর্তমান ওই কয়েকটি মৌজাভুক্ত সরাসরি জমির খাজনা গ্রহণ, খারিজ, বিক্রি বন্ধ আছে। জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে ১৪১ একর এলাকাকে মুক্ত জলাশয় ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট দখল উচ্ছেদে জেলা প্রশাসন কাজ করছে।
আরএ