সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রতিদিন যেন ডিমের দাম রেকর্ড ভাঙছে। গত সপ্তাহে ১টি ডিমের দাম ছিল ১১ টাকা থেকে ১২ টাকা। এখন সেই ডিম বিক্রি হচ্ছে ১৫ টাকায়। এ হিসাবে বাজারে এখন এক হালি ডিমের দাম ৬০ টাকা। এর আগে কখনও এই দামে ডিম বিক্রি হতে দেখা যায়নি।
এছাড়া দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা ডজন দরে। হাঁসের ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ২৪০ টাকায়। সোনালি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৬০ টাকা। আর ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১৮০ টাকা। ১০০ দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়।
দাম বাড়ার কারণ হিসেবে ডিম বিক্রেতারা সরবরাহ কমে যাওয়াকে দুষছেন। খামারিরা বলছেন, গত কিছুদিন ধরে অতিরিক্ত গরমের পর এখন দেখা দিয়েছে অতিবৃষ্টি। এ কারণে ডিমের উৎপাদন কম হচ্ছে।
বর্ষায় খামার ক্ষতিগ্রস্ত হয় বলে প্রতি বছর এই সময় ডিমের দাম কিছুটা বাড়ে। তবে এবার দাম বৃদ্ধি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত বছরের এই সময়ে প্রতি ডজন ডিমের দাম উঠেছিল ১৫৫ টাকা।
এদিকে দামের এই অস্থিতিশীলতায় ডিম সংশ্লিষ্ট সবাইকে নিয়ে রোববার সভা ডেকেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। অন্যদিকে ডিমের দামের এই রেকর্ডের পেছনে কারসাজি রয়েছে কি না, সেটির খোঁজে অভিযানে নামছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এফএইচ