সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রথমবারের মতো বাংলাদেশে ‘বিজনেস সামিট’ করতে যাচ্ছে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল। ৫৬টি দেশকে প্রতিনিধিত্ব করতে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে এ আয়োজন।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর নীতি নির্ধারক ও কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রায় ৩০০ ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিনিয়োগকারী এই সম্মেলনে অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।
কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার জিল্লুর হুসাইন এমবিই মঙ্গলবার (১ জুলাই) লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশ অর্থনীতি আগের চেয়ে অনেক এগিয়েছে। রয়েছে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা। এই সম্ভাবনা সঠিকভাবে তুলে ধরতে পারলে বিদেশি বিনিয়োগ আরও বাড়ানো সম্ভব।
সাংবাদিকদের জিল্লুর বলেন, আজকে এই প্রেস কনফারেন্স করার অন্যতম উদ্দেশ্যে হলো ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের বিজনেস সামিট সম্পর্কে জানানো।
তিনি আরও বলেন, এই সামিট সফলভাবে সম্পন্ন করতে কাজ করছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটি বিডা, মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, জাই ফাউন্ডেশন। সার্বিক সহযোগিতা করছে কানেক্ট।