সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মো. হাসান (২৭) নামে এক ব্যক্তি সালাম স্টীল থেকে ট্রাকে করে ২০ টন রড নিয়ে রাতে যাত্রা করেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোম্পানি হাসানের খোঁজ দিতে অনুরোধ জানিয়ে পুরস্কার ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সালাম স্টীল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সালাম স্টীল অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি একটি ঘটনা ঘটে গেছে। মো. হাসান (২৭) মোবাইল নম্বর-০১৫৭৫-৬১৪৬৪২ সালাম স্টীল কনকাস্ট রি- রোলিং মিলস (মদনপুর ইউনিট) থেকে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া তিনটার দিকে ২০ টন রডসহ (ঢাকা মেট্রো উ-১১৬২৬৫) ট্রাক নিয়ে কেরানীগঞ্জের উদ্দেশে রওনা করে। তারপর থেকে ট্রাকসহ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
যোগাযোগের জন্য দুইটি মোবাইল ফোন নম্বর দিয়ে সালাম স্টীল ট্রাকসহ হাসানের সন্ধান জানাতে অনুরোধ করেছে। নম্বর দুইটি হলো -০১৩৩২৫৪৯৬১৬, ০১৩১৩-৪৮৬৭৩৩। একইসঙ্গে সন্ধানদাতাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার পাশাপাশি তার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে।
এফএইচ