সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর দু’দেশের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়বে।
শনিবার (২২ জুন) সকালে দিল্লিতে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান৷
তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। দুদেশের সরকার প্রধানের মধ্যকার বৈঠকের পর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে। সেইসঙ্গে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। সালমান এফ রহমান বলেন, ভারতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা জ্বালানি, স্বাস্থ্যসেবা, ভোগ্যপণ্য, আইটি এবং কৃষি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। ব্যবসায়ীদের অনেকেই এরইমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছেন এবং সম্পৃক্ততা বাড়াতে চান। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও আন্তরিক সমর্থন রয়েছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। নরেন্দ্র মোদিও সব সময় বলেছেন- প্রতিবেশী আগে। এবারের সফরে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে৷ উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার ভারতে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরের সময়, ঢাকা ও নয়াদিল্লি দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে ৭টি নতুন এবং ৩টি নবায়নসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে শনিবার (২২ জুন) সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
কে