দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কনডেম সেল থেকে পলায়নের ঘটনায় বিক্ষোভ করে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির পালিয়ে যাওয়ার ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তারা।
গত মধ্যরাতে বুয়েট ক্যাম্পাস থেকে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ফাসির দণ্ডপ্রাপ্ত আসামি জেমির জেল থেকে পলায়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে সমবেত হয় শিক্ষার্থীরা। তারা বুয়েট শহিদ মিনার থেকে পলাশী মোড় হয়ে রাজু ভাস্কর্যে সমবেত হয়। এসময় শিক্ষার্থীরা হত্যাকারী জেমির দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায়।
এ সময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ সরকারের দিকে প্রশ্ন তুলে বলেন, ফাঁসির দন্ডপ্রাপ্ত জেমি আদৌ কী ৬ তারিখে পালিয়েছে নাকি পরে পালিয়েছে, কারা জড়িত? সে বিষয়টি সরকারের পক্ষ থেকে জবাবদিহি করতে হবে।
এদিকে কারা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দি মুনতাসির আল জেমি গত বছরের ৬ আগস্ট হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুর হতে ২০২ জন বন্দির সঙ্গে কারাগারের দেয়াল ভেঙ্গে পলায়ন করে।
এতে আরও বলা হয়, ইতোমধ্যে ৩৫ জন মৃত্যুণ্ডাদেশ প্রাপ্ত বন্দিসহ ৫১ জন বন্দিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আবরার হত্যা মামলায় কারাগারে আসা বিভিন্ন দণ্ডে দণ্ডিত ২২ জন বন্দির মধ্যে বর্তমানে ২১ জন বন্দি আটক আছে।
কে