সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানী কদমতলী মেরাজনগর কাঁচা রাস্তার মোড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৮ বছর, তবে নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ওই ব্যক্তিকে নিয়ে আসা রতন মিয়া জানান, কদমতলী মেরাজনগর কাঁচা রাস্তার মোড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কে