সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, একটানা ১৪ বছর একটা সরকার ক্ষমতায় থাকায় শিক্ষার্থীরা ক্ষমতাসীন ছাত্রসংগঠনের দাসত্বের মধ্যে পড়ে গেছে। তাদের মিছিল না করলে পিটিয়ে হল থেকে বের করে দেয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, আগে শুধু প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভুক্তভোগী হতে হতো। এখন প্রায় সবাইকে হতে হচ্ছে। লাইব্রেরি থেকে কান ধরে প্রোগ্রামে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বলতে পারছে না। ডাকসুর এই সাবেক ভিপি বলেন, বর্তমানে দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। ফলে সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।
তিনি বলেন, ‘এক সময় ভালো ছাত্ররাই ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিত। ছাত্র সংসদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজে শিক্ষার্থীরা তাদের মতামত দেওয়ার সুযোগ পেত। কীভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ২১শে ফেব্রুয়ারি, ১৬ ডিসেম্বর উদ্যাপিত হবে তা ছাত্র-শিক্ষকের সম্মিলিত অংশগ্রহণে মুক্ত চর্চার মাধ্যমে এগিয়ে যেত। এখন দেশের কোনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই। সরকারি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।
এফএইচ