সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বন্ধুরা মিলে ঢাকা থেকে গাজীপুর গিয়েছিল পিকনিকে। এরপর তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে তিনজন রোববার (২০ আগস্ট) মারা যান। পুলিশ বলছে, গত শুক্রবার তারা বন্ধুরা মিলে গাজীপুর এলাকায় পিকনিকে গিয়ে মদ পান করেছিলেন। এরপর তারা একে একে অসুস্থ হয়ে মারা গেছেন।
মারা যাওয়া ওই তিনজন হলেন মো. মনির, মো. হাসান ও মো. সানি। তাদের মধ্যে মনির ও সানির দাফন হয়েছে। আর হাসানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই তিন যুবক মারা যাওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, বেশ কয়েকজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে বাড্ডার স্বাধীনতা সরণি এলাকার বাসিন্দা ১৯ বছরের এক শিক্ষার্থী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
ওই শিক্ষার্থীরা বাবা সোহাগ মিয়া ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেছেন, তার ছেলে বন্ধুদের সঙ্গে মিলে গত শুক্রবার গাজীপুরের পুবাইল এলাকায় পিকনিকে যায়। সেখানে তারা কিছু খেয়েছিল। পরে তার ছেলে সেখান থেকে ঘুরে এসে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।