সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা। তিন মাস ১৩ দিন পর শনিবার (১৯ আগস্ট) দিনব্যাপী গণনা শেষে রাতে টাকার এ হিসাব পাওয়া গেছে।
সকাল সোয়া ৮টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক কাজী মহুয়া মমতাজের তত্ত্বাবধানে দানবাক্সগুলো খোলা হয়।
এ সময় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ উপস্থিত ছিলেন।
সিন্দুকের টাকাগুলো প্রথমে বস্তায় ভরা হয়। আটটি দানবাক্সে এবার পাওয়া গেছে ২৩ বস্তা টাকা। পরে দ্বিতীয় তলার মেঝেতে ঢেলে শুরু হয় গণনা। দিনভর গণনা শেষে পাওয়া গেছে এ টাকা।
এবারের টাকার পরিমাণ এর আগের বারের চেয়ে ১৯ লাখ ১ হাজার ৬৩৬ টাকা বেশি।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরী আজ রাত ৯টার পর এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে চলতি বছরের ৬ মে পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা। আরও পাওয়া যায় বৈদেশিক মুদ্রা, সোনা ও রূপা।
জেডএ