সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাতীয় শোক দিবসে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানানো হয়নি। এ নিয়ে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ আগস্ট) সকালে মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা করে উপজেলা আওয়ামী লীগ। সভায় যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়। পত্রের মাধ্যমেও বিষয়টি জানানো হয়। কিন্তু আজগানা ইউনিয়ন আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ চত্বরে জাতির জনকের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো থেকে বিরত থাকে।
এ বিষয়ে আজগানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার আলী সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, নেতাকর্মীদের সঙ্গে অংশ নিয়ে উপজেলা পরিষদ চত্বরে তারা জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। তবে ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধা জানানো হয়নি।
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন, এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর পত্র দিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।
জেবি