সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তা সংস্কার কাজের সময় দেয়াল ধসে ঠাকুর চাপ ঘোষ (৮০) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) সকাল উপজেলার চৈতনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ঠাকুর চাপ ঘোষ নড়াইলের বাসিন্দা। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে বসবাস করে গবাদি পশুর চিকিৎসা করতেন।
স্থানীয়রা জানান, মানিকপুর বাজার থেকে দয়াকান্দা পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশলী অধীনে নির্মিত রাস্তা সংস্কারের কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কন্ট্রাকশন। ওই প্রতিষ্ঠানটি সংস্কারের জন্য রাস্তার পাশে গর্তে করে। কিন্তু চৈতনকান্দা এলাকার সাব মিয়ার বাড়ির সামনে গর্তটি বৃষ্টিতে বড় হয়ে যায়। সকালে রাস্তা দিয়ে ঠাকুর চাপ ঘোষ যাওয়ার সময় পাশে থাকা দেয়াল ভেঙে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। কেউ অভিযোগ দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেবি