সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালানোর সময় পাঁচ নারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
আটকরা হলেন জেসমিন বেগম (২১), সাহারা বেগম (৩০), করম চাঁন (২২), মর্তুজা বেগম (৩২) ও মমতা বেগম (২২)। এদের মধ্যে তিনজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এবং দুজনের বাড়ি হবিগঞ্জে।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাদের আটক করা হয়। পরে বিকেলে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন স্থানীয় কাউনিয়াকান্দি গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী রেহেনা বেগম ও তার ছেলের বউ সুমাইয়া আক্তার। হাসপাতালে রোগীর অনেক চাপ ছিল। এসময় তারা টিকিট কেটে লাইনে দাঁড়ালে সামনে এবং পেছন থেকে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী দল তাদের উভয় পাশ থেকে চাপ দিতে থাকে।
এসময় রেহানা বেগমের গলা থেকে আট আনা ওজনের সোনার একটি চেইন ছিনতাই করেন সঙ্ঘবদ্ধ চক্রের এক সদস্য। বিষয়টি রেহেনা বেগম বুঝে ফেললে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন নারী ছিনতাইকারী চক্রের সদস্যরা। এসময় আশপাশে থাকা লোকজন তাদের আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, স্থানীয়দের সহযোগিতায় পাঁচ নারী ছিনতাইকারীকে করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে একটি মামলা করেছেন। ওই মামলায় আটকদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের সোনার চেইন উদ্ধার করা হয়েছে।
জেবি