সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সুনামগঞ্জে হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টায় জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন ফয়েজ আহমদ। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সেবুল মিয়া, সাজিদ মিয়া, শাহান ও ইসরাইল মিয়া।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গলাখাই গ্রামের মিজানুর রহমান খোকন মিয়ার সঙ্গে ফয়েজ মিয়া ও তার সহযোগীদের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এ ঘটনায় আদালতে মামলা করেন খোকন। মামলার পর প্রতিপক্ষের লোকজন তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন।
২০২২ সালের ২১ জুলাই দুপুরে খোকন মিয়া জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে জেলা আইনজীবী সমিতির সামনে তাকে একা পেয়ে আসামিরা উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন। বিষয়টি দেখে উপস্থিত জনতা, আইনজীবী ও তাদের সহকারীরা এগিয়ে এসে ফয়েজ, সাজিদ ও সেবুলকে ধরে আইনজীবী সমিতিতে আটকে রাখেন। পরে আটক তিনজনকে ছুরিসহ পুলিশে সোপর্দ করা হয়। এছাড়া অপর দুই আসামির মধ্যে ইসরাইল মিয়া পালিয়ে গেলেও সাহান জনতার হাতে আটক হন।
এ ঘটনায় নিহতের বাবা ফটিক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার বিচারকার্য শেষে বুধবার আসামি ফয়েজকে মৃত্যুদণ্ড ও চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
রায়ের সময় আসামি ফয়েজ মিয়া ও সেবুল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আরও তিন আসামি পলাতক আছেন।
জেবি