সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিরাজগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জান্নাত আরা হেনরির উদ্যোগে ৮ হাজার দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৩০টি স্পটে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার বিতরণ করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়ন করেন। একই সঙ্গে মহল্লার প্রত্যেক মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
খাবার বিতরণের সময় ডা. জান্নাত আরা হেনরি বলেন, জেলা আওয়ামী লীগ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে ব্যক্তিগত উদ্যোগে এ খাবার বিতরণের আয়োজন করেছি।
এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান দুদু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক শামীম হোসেন ও পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুদ রহমানসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
জেবি