সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরের বাঁধে ঘাস খেতে যাওয়ায় এক গরুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘের মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই গরুটির মালিক পাইকগাছা থানায় অভিযোগ দিয়েছেন।
রোববার (১৩) দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়নের পারিশামারী গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই গরুটি মারা যায়।
গরুর মালিকের নাম বাসন্তী বৈরাগী (৩৮)। তিনি এনজিও থেকে পালনের জন্য ওই বকনা গরুটি পেয়েছিলেন। এখন সেটি মরে যাওয়ায় কূল কিনারাহীন হয়ে পড়েছেন তিনি।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হলেন ভিলেজ পাইকগাছা গ্রামের চিংড়ি ঘের মালিক এরশাদ বিশ্বাস (৬০)।
ক্ষতিগ্রস্ত বাসন্তী বলেন, ‘আমি এনজিও থেকে পালনের জন্য একটা বকনা গরু পাই। গরুটা ভিলেজ পাইকগাছার এরশাদ বিশ্বাসের চিংড়ি ঘেরে খাস খেতে যায়। এ সময় উনি গরুটাকে পিটায়ে আহত করে ঘেরে ফেলে রাখে। তখন এলাকার লোকজন আমাকে খবর দিলে আমি গিয়ে দেখি ঘেরের পাড়ে পড়ে আছে গরুটা। পরে চিকিৎসক দিয়ে চিকিৎসা করাইছি কিন্তু রাতেই গরুটা মারা যায়।’
এ অভিযোগের বিষয়ে ঘের মালিক এরশাদ বিশ্বাস বলেন, ‘প্রতিদিন গরুটি আমাদের চিংড়ি ঘেরে ঢুকে ক্ষতি করে। রোববার আমরা তাড়িয়ে দিয়েছি। কে মেরেছে আমি জানি না।’
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি