সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে হিলি সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,‘১৫ আগস্ট সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এছাড়াও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার একদিনের জন্য দুদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (১৬ আগস্ট) বুধবার সকাল থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।
জানতে চাইলে হিলি ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল শেখ বলেন, ‘জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে উভয় দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীপারাপার স্বাভাবিক রয়েছে।
জেবি