সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে সাদা পোশাকে অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করায় সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। এর আগে শনিবার তাকে সাভার মডেল থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
ওসি জানান, রাসেল মিয়া গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সাদা পোশাকে সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় অভিযান চালান। এ সময় পরিত্যাক্ত অবস্থায় দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করেন। অভিযানের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানানোয় বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়। তাই শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকা ও নিয়মভঙ্গ করে অভিযান পরিচালনা করায় তাকে প্রত্যাহার করে পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে।
তবে এ বিষয়ে জানতে প্রত্যাহার হওয়া এসআই রাসেল মিয়ার ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
জেবি