সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লক্ষ্মীপুরে নাছির উদ্দিন রাজু নামের এক ইটভাটা ব্যবসায়ীর বাড়ি থেকে পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
রোববার (১৩ আগস্ট) দিনগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইয়নিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না।
গৃহকর্মী পারভেজ হোসেন বলেন, ‘বাড়ির মালিক রাজুসহ পরিবারের লোকজন ঢাকায় ছিলেন। আমি বাড়িঘর দেখাশোনা করি। তবে আমিও এখানে থাকি না। সোমবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে আমি এসে মালপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে ঘটনাটি বাড়ির মালিকসহ সবাইকে জানাই।’
পারভেজের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাদের সিঁড়ির কক্ষের টিন খুলে চোরের দল ভেতরে ঢুকেছে। পরে তারা ঘরে থাকা লকার ভেঙে স্বর্ণালঙ্কার, জমির দলিল ও আইপিএসসহ ঘরের মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছেন।
বাড়ির মালিক নাছির উদ্দিন রাজু বলেন, ‘বাড়ি খালি ছিল। এ সুযোগে ঘরে থাকা পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় এক চিহ্নিত চোর জড়িত রয়েছে বলে সন্দেহ করছি। আমি এ ঘটনায় মামলা করবো।’
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের কাছে দাবি জানাই।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি