সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করেছে জেলা পুলিশ।
‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা জেলা পুলিশ জেলার ১০ থানায় একযোগে এই কর্মসূচির আয়োজন করে।
সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
এ সময় রক্তদান কর্মসূচির গুরুত্ব ও সমসাময়িক আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন, নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল বাসেত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার শিবলি সাদিকসহ অন্যরা। কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে।
জেবি