সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের রাজা গেস্ট হাউসে র্যাব পরিচয়ে পর্যটক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছেন র্যাব-১৫-এর সদস্যরা।
গ্রেপ্তাররা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চৌধুরীপাড়ার মো. ইউসুফ আলীর ছেলে জাহিদ হাসান (২৮) ও একই এলাকার আব্দুল লতিফের ছেলে সানোয়ার হোসেন সনি (৩০)।
রোববার বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক এডিশনাল এসপি আবু সালাম চৌধুরী।
তিনি জানান, ওই চক্রের সদস্যরা গেস্ট হাউসের একটি কক্ষে অবস্থানরত রাঙামাটি জেলা থেকে আগত এক নারীর কাছে নিজেদের র্যাব পরিচয় দেয় এবং পর্যটকের পরিচয় ও অন্যান্য বিষয়াদি জিজ্ঞাসাবাদের অজুহাতে তাকে পালাক্রমে ধর্ষণ করে। রাজা গেস্ট হাউসের ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়ে সত্যতা পাওয়া গেছে।
র্যাব জানায়, কক্সবাজার শহরের বিভিন্ন পর্যটন এলাকায় একটি চক্র বেশ কিছুদিন ধরে র্যাব পরিচয়ে ছিনতাই-ধর্ষণসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে ভুক্তভোগী একাধিক ব্যক্তি র্যাবের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করলে র্যাব-১৫-এর একটি দল জড়িতদের গ্রেপ্তারে নিবিড় অনুসন্ধান শুরু করে।
অনুসন্ধানের একপর্যায়ে দলটি জানতে পারে যে, ওই চক্রের দুজন সদস্য কক্সবাজার পৌরসভার বাস টার্মিনাল এলাকার রাজা গেস্ট হাউসে অবস্থান করে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। গত শনিবার রাতে ওই গেস্ট হাউসে অভিযান পরিচালনা করে ভুয়া র্যাব পরিচয়দানকারী চক্রটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এডিশনাল এসপি আবু সালাম চৌধুরী বলেন, গ্রেপ্তার ও পলাতক অপরাধীদের বিরুদ্ধে পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেবি