সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দাদনের টাকার জন্য বিলকিস বেগম (৪০) নামে এক নারীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে নূরে আলম নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে মাসুম বাদী হয়ে করিমগঞ্জ থানায় হত্যা মামলা করে। পরে ঢাকা থেকে নূরে আলমকে গ্রেপ্তার করে র্যাব।
রোববার (১৩ আগস্ট) বিকেলের দিকে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মো. নুর আলম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা গুনধর ইউনিয়নের ইন্দাচুল্লি গ্রামের মৃত মশ্রব আলীর ছেলে। তিনি গুনধর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ৬ আগস্ট দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম দাদনের টাকার জন্য প্রকাশ্যে রাস্তায় বিলকিস বেগম নামের এক ইটখোলা শ্রমিককে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ছেলে মাসুম বাদী হয়ে একটি হত্যা মামলা করে।
মামলার পর ১নং আসামি সুজন মিয়াকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করে। তবে ২ নম্বর আসামি আওয়ামী লীগ নেতা মো. নুর আলম গ্রেপ্তার এড়াতে পালিয়ে যান। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা জানান, আসামি মো. নুর আলমের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরএ