সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কক্সবাজারের সমুদ্র সৈকতে বিষধর একটি সামুদ্রিক সাপ দেখা গেছে। সাপটির বিষয়ে গবেষকরা জানিয়েছেন, এই সাপের কোনো অ্যান্টি-ভেনম নেই। অর্থাৎ এই সাপ কাউকে ছোবল দিলে তাকে বাঁচানো মুশকিল।
শুক্রবার (১১ আগস্ট) রাতে শহরের সমিতিপাড়ার সমুদ্র সৈকতে হলদে পেটের সাপটি দেখা যায়।
স্থানীয় একজন সাংবাদিক সাপটির ফুটেজ নিয়েছেন। ওই সাংবাদিকের নাম আব্দুর রাশেদ মানিক। রাশেদ জানান, স্থানীয় কয়েকজন ও তিনি সৈকতে সাপটি দেখেন। পরে সাপটি সাগরে চলে যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক সায়েদুর আর. চৌধুরী বলেন, হলদে পেটের এই সামুদ্রিক সাপটি খুবই বিষধর। এটি একটি পরিচিত সামুদ্রিক সাপ। কিন্তু তীরে এটি দেখা পাওয়ার ঘটনা বিরল। তবে ২-৩ মাসে কক্সবাজারে কয়েকবার এই সাপ দেখা গেছে।
বেশিরভাগ সামুদ্রিক সাপই বিষধর এবং এগুলোর কোনো অ্যান্টি-ভেনম নেই। তাই সৈকতে এই ধরনের সাপ দেখলে সতর্ক হওয়া উচিত বলেও জানান তিনি।
জেডএ