সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনায় অসুস্থ শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা বৈশাখীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে গতকাল শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে নেত্রকোনা পৌর এলাকার পুকুরিয়া বেগুনপাড়ার একটি পুকুরের কালভার্টের পাশ থেকে ঋতিক নামে দেড় বছর বয়সী ছেলে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ঋতিক খালিয়াজুরী উপজেলার স্বদেশ পণ্ডিত ও বৈশাখী দম্পতির ছেলে। তারা নেত্রকোনা পৌর এলাকার পুকুরিয়ায় থাকতেন। ঋতিক পাকস্থলীতে ছিদ্র নিয়েই জন্ম নেয়। দরিদ্র মা-বাবা তার জন্মের পর একবার অপারেশন করায়। পরে আবারও সমস্যা দেখা দিলে ১৫ দিন আগে ময়মনসিংহে তার চাচার বাসায় রেখে আসা হয়।
গত বৃহস্পতিবার বিকেলে বৈশাখী বাচ্চাটিকে নিয়ে নেত্রকোনায় চলে আসেন। এরপর থেকে শিশুটির খোঁজ না পেয়ে স্বজনরা খুঁজতে থাকেন। পরে শুক্রবার বেলা ১১টার দিকে পুকুরিয়া বেগুনপাড়ার একটি কালভার্টের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মা বৈশাখী দাবি করেন, অসুস্থ সন্তানকে নিয়ে পরিবারের লোকজনের নানা কথায় বিক্ষিপ্ত মন নিয়ে ছেলেকে ময়মনসিংহ থেকে নিয়ে আসেন এবং পুকুরিয়ার দিকে যেতে থাকেন। তখন অটোরিকশা ধাক্কা দিলে শিশুটিকে হারিয়ে ফেলেন। পরে খুঁজতে খুঁজতে অটোরিকশার পেছনে দৌড়ে গিয়েও পাননি।
স্বজনদের দাবি, অসুস্থ সন্তানকে সেবা করতে করতে বিরক্ত হয়ে বৈশাখীই তার সন্তানকে হত্যা করেছেন।
ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, বৈশাখী তার বাবাকে ফোন দিয়ে ছেলেকে হত্যার কথা জানায় এবং নিজেও মারা যাবে বলে। বিষয়টি শিশুর বাবা স্বদেশ পণ্ডিতের পরিবারে জানাজানি হয়ে যায়। পরে পারলা এলাকায় নাথপাড়া থেকে বৈশাখীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুর বাবা স্বদেশ পণ্ডিত বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় বৈশাখীকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেবি