সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনায় মামলা করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় বাদী হয়ে মামলাটি করেন ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ট্রেনের স্টুয়ার্ড গোপাল।
বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টায় গাজীপুরের টঙ্গীর রেলওয়ে জংশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার নামের একটি ট্রেন ছিনতাইকারীদের কবলে পড়ে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও টঙ্গী পূর্ব থানার সমন্বয়ে টঙ্গী রেল স্টেশন এলাকার আশপাশে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি সুইস গিয়ার চাকু, চাপাতি ও ছিনতাই হওয়া কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়। পরে কর্ণফুলী কমিউটার ট্রেনের স্টুয়ার্ড দুপুরে বাদী হয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় মামলা করেন।
ওসি ফেরদৌস আহমেদ বলেন, মামলায় আটক ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে (আকিজ বেকার্সের পেছনে) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। এতে স্টুয়ার্ডসহ কয়েকজন যাত্রী আহত হন।
জেবি