সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে সাইকেল র্যালি। শুক্রবার (১১ আগস্ট) রাউন্ড টেবিল বাংলাদেশ ও ক্লিন আপ বাংলাদেশের যৌথ আয়োজনে এ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল ‘দুরন্ত বাইসাইকেল’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ ইউনিটের সভাপতি মো. শফিউল্লাহ।
র্যালিতে ছেলেদের পাশাপাশি নারী সাইক্লিস্টরাও অংশ নেন। এর মাধ্যমে সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে বলছেন নারী সাইক্লিস্টরা।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, সাইকেল চালানোয় সবাই আগ্রহী হলে নগরীতে কার্বন নিঃসরণ এবং যানজট কমবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ এবং সবুজ নগরী গড়া সহজ হবে।
র্যালিতে বিভিন্ন বয়সের ২৭০ জন সাইক্লিস্ট অংশ নেন। র্যালিটি ময়মনসিংহ মহানগরীর সার্কিট হাউজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউজে এসে শেষ হয়।
জেবি