সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটের মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্সে গাঁজা বহনের দায়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোরেলগঞ্জের পূর্ব সরালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- অ্যাম্বুলেন্সের মালিক তথা চালক পিরোজপুরের শিয়ালকাঠি গ্রামের মো. রাজু শেখ (৩০) ও তার হেলপার সাতক্ষীরার গাবুরা গ্রামের রাহাত হোসেন পারভেজ (১৭)।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাইদুর রহমান জানান, একটি অ্যাম্বুলেন্স খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে তেতুলবাড়িয়া গ্রামে নামিয়ে দেয় এবং এরপর গাঁজা পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করছিল পূর্ব সরালিয়া এলাকায়। এমন গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে ১ কেজি গাঁজা পাওয়া যায়।
পুলিশ এ ঘটনায় দুটি মোবাইল ফোন, ২ হাজার টাকা ও অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে বলেও জানান তিনি।
জেডএ