সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শরীয়তপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইসলাম ফকির ও রাকিব মন্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১১ আগস্ট) তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-৮ চট্টগ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
মাদারীপুর র্যাব-৮, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মো. মুহতাসিম রসুল গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, শরীয়তপুর সদর উপজেলার উত্তর মধ্যপাড়া গ্রামের মৃত লোকমান ফকিরের ছেলে ইসলাম ফকির (২২) ও মৃত ছামাদ মন্ডলের ছেলে রাকিব মন্ডল (২২)।
মাদারীপুর র্যাব ক্যাম্প জানায়, ২০১৯ সালের ৩০ জুন এক কিশোরীকে শরীয়তপুর বাসস্ট্যান্ড থেকে অপহরণ করে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে আসামিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। কিন্তু তারা ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। পলাতক অবস্থায় তারা দেশের বিভিন্ন স্থানে নির্মাণ শ্রমিক ও যানবাহন শ্রমিকের ছদ্মবেশে নিজেদেরকে আত্মগোপনে রাখে। বিষয়টি র্যাবের নজরে এলে দুই আসামিকে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন টাইগার পাস এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৮ আরও জানায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিদের পালং মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। র্যাবের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, কিশোরীকে অপহরণ করে পালাক্রমে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের পালং থানায় নিয়ে আসা হচ্ছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জেবি