সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পুলিশের ধাওয়া খেয়ে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দেন আব্দুল কুদ্দুস (৪৫) এক মাদক ব্যবসায়ী। এরপর ঘটনাস্থলের প্রায় ২০ কিলোমিটার দূর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। শুক্রবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে বুধবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে মাদক ব্যবসায়ী কুদ্দুসকে ধরার জন্য অভিযান চালায় পুলিশ। এ সময় তিনি তার বাড়ির পাশের তালতলা গৌরগঞ্জ খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। এরপর কুদ্দুসের সন্ধান না পেয়ে বুধবার রাতে তার পরিবার ৯৯৯ ফোন করলে সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। বৃহস্পতিবার রাত ১টার দিকে টঙ্গীবাড়ির বেতকা এলাকার ধলেশ্বরী নদীতে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসে এসে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস হেড অফিসের ডুবুরির ভ্রাম্যমাণ কর্মকর্তা আবুল খায়ের। তিনি বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বেতকা এলাকার ধলেশ্বরী নদীতে নিখোঁজের সন্ধান পাওয়া যায়। এরপর মরদেহটি উদ্ধার করে নিহতের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, ঘটনাস্থলের খালের পানিতে তীব্র স্রোত থাকায় মরদেহটি ভাসিয়ে এত দূরে নিয়ে গেছে।
জানা যায়, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও এলাকার কুদ্দুস সরদার মাদক ব্যবসায়ী ছিলেন। বুধবার বিকালে সাড়ে ৪টার দিকে তাকে ধরার জন্য ধাওয়া করে টঙ্গিবাড়ী থানা পুলিশ। পুলিশের ধাওয়া খেয়ে বালিগাঁও বাজারের পাশের তালতলা গৌরগঞ্জ খালে ঝাঁপ দেন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এফএইচ