সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রংপুরে ডেঙ্গু নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যতিক্রম প্রচারণা চালিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার (৯ আগস্ট) সকালে রংপুর নগরীর টাউনহল চত্বরের সামনে প্রধান সড়কের পাশে মশারি টাঙিয়ে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে এ অভিনব প্রচারণা চালান কয়েকজন শিক্ষার্থী।
এসময় মশারির চারদিকে চারজন প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে এবং মশারির ভেতরে একজন বসে ছিলেন। মশারির দুই পাশে ‘জমা পানি যেখানে, ডেঙ্গুর বাহক মশার জন্ম সেখানে’ এরকম স্লোগান এবং এডিস মশার বিভিন্ন লক্ষণ এবং করণীয় বিষয়ে লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন শিক্ষার্থী।
ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক এ অভিনব প্রচারণার আয়োজন করেছে লাল সবুজ সোসাইটি নামে একটি অনলাইন ভিত্তিক সংগঠন। বরিশালে প্রতিষ্ঠিত সংগঠনটি রংপুরেও কাজ করছে।
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে তারা এ অভিনব প্রচারণার আয়োজন করেছে। এই অভিনব আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রংপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের ব্যতিক্রম প্রচারণা
এ বিষয়ে রংপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদা সুলতানা মনি বলেন, লাল সবুজ সোসাইটি সারাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। এরই ধারাবাহিকতায় রংপুরে ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরিতে তারা কাজ করছে।
রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, এ অভিনব প্রচারণার কারণ হলো, সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা। এসব দেখে তারা যেন সচেতন হন। কেননা রংপুরে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে কয়েকদিন আগে। এরমধ্যে যদিও স্থানীয়ভাবে ডেঙ্গু রোগী নেই। তবে ডেঙ্গুর রোগী শনাক্ত হতে সময় লাগবে না।
জেবি