সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধায় ঘরের চালের টিন পাল্টানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন স্বামী মোহাম্মদ আলী। এসময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী জোসনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকেই হাসপাতালে নেওয়া হলে জোসনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনরা জানান, বিকেলে মোহাম্মদ আলী ঘরের চাল মেরামত করছিলেন। এসময় বিদ্যুৎ না থাকায় তেমন কোনো সাবধানতা অবলম্বন করা হয়নি। কিন্তু কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে আসলে ঘরের ফ্যানের ছেঁড়া তারের সঙ্গে টিন স্পর্শ করে বিদ্যুতায়িত হন তিনি।
বিষয়টি টের পেয়ে পাশে থাকা জোসনা বেগম স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসেন। এসময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। স্বজনরা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জোসনাকে মৃত ঘোষণা করেন। আর স্বামী মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেবি