সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ ছাত্র শিহাব সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দীর্ঘ ২২ ঘণ্টা চেষ্টার পর বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পানিতলায় গাংনই নদীতে থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শিহাব উপজেলার রাজাহার ইউনিয়নের সিহিপুর গ্রামের খাজা মিয়ার ছেলে। সে শহরগছি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, সিহাব মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের গাংনই নদীতে গোসল করতে যায়। সেখানে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ স্বজনরা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ও রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ছাত্রের সন্ধানে উদ্ধার কাজ করেন। তারা দীর্ঘ ২২ ঘণ্টা চেষ্টা চালিয়ে বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করেন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২২ ঘণ্টা চেষ্টা চালিয়ে কলেজছাত্র শিহাবের মরদেহ উদ্ধার করেছে।
জেবি