সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীর সোনাগাজীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পৌরসভার হিসাবরক্ষক মিজানুর রহমান মারা গেছেন। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা এটি। একই সঙ্গে এ জেলায় চলতি মাসে ডেঙ্গু শনাক্তের হার বেড়েছে ৬০ শতাংশের বেশি।
সোমবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মিজান সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ডা. কবির আহমদের ছেলে।
সোনাগাজী পৌরসভার কর নির্ধারক কর্মকর্তা নূর নবী আজাদ জানান, মিজানুর রহমান তিনদিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায় তিনি শনিবার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিনই তাকে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। রিপোর্টে তার ডেঙ্গু পজিটিভ আসে। এছাড়াও তার ফুসফুসে সমস্যা ছিল।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ফেনীতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুলাই মাসে রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগী শনাক্তের পর চলতি মাসে শনাক্তের হার বেড়েছে ৬০ শতাংশের বেশি। আক্রান্তদের মধ্যে নারী-পুরুষসহ শিশুরাও রয়েছে।
ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন বলেন, জেলায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বয়স্কদের পাশাপাশি গত কয়দিন ধরে শিশুরাও আক্রান্ত হচ্ছে। এজন্য সচেতনতার বিকল্প নেই। এরই মধ্যে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ফেনী জেনারেল হাসপাতালের নতুন ভবনে ৩০ শয্যার আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে।
জেবি