দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রামের আনোয়ারায় সিগারেটের আগুনে দগ্ধ হয়ে আরিফুল ইসলাম জয় (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট) সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর জয়।
চিকিৎসাধীন রয়েছে মোহাম্মদ মাহিন (১৭) নামে আরও এক কিশোর। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক পাঁচসিকদার বাড়ি এলাকার শেখ টাওয়ারে রান্নার কাজে ব্যবহৃত খালি গ্যাস সিলিন্ডারের স্টোর রুমে এ অগ্নিকাণ্ড ঘটে।
জয় কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের মোহাম্মদ সোলাইমানের ছেলে। দুই মেয়ে এক ছেলের মধ্যে সবার ছোট জয়। সে উপজেলার বিভিন্ন জায়গায় ইলেকট্রিক্যাল কাজ করত এবং ফুপাতো ভাই সম্পর্কে নুরুল আবছারের এনএ টেলিকমে সহযোগিতা করত।
মোহাম্মদ মাহিন (১৬) বাঁশখালী উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। সে চাতরী ইউনিয়নের একটি ভাড়াবাসায় পরিবার নিয়ে থাকে।
জয়ের মামাতো ভাই নুরুল আবছার বলেন, ‘প্রতিদিনের মতো আমি রোববার রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলাম। রান্নার কাজে ব্যবহৃত খালি গ্যাসের সিলিন্ডার রাখা পাশের দোকানের ভেতর থেকে চিৎকার শুনে ছুটে যাই। গিয়ে দেখি দোকানের ভেতর থাকা আমার ফুপাতো ভাই জয় আর মাহিন আগুনে পুড়ে গেছে।’
নুরুল আবছার আরও বলেন, ‘রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারগুলোতে কোনো গ্যাস ছিল না। তারা দুজনই স্টোর রুমের মধ্যে সিগারেট খাচ্ছিল। আগুনে দগ্ধ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় জয়ের। অপরজন চিকিৎসাধীন।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। এর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় দুজনকে দগ্ধ অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে এবং আরেকজন চিকিৎসাধীন।’
পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ‘ঘটনাস্থল ওসি পরিদর্শন করেছেন এবং আমিও ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’
জেবি