সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
হবিগঞ্জে জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে জাকির হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাকির ওই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। সে ট্রাক্টর চালকের সহকারী হিসেবে কাজ করছিল।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে বৃষ্টির মধ্যে জমিতে চাষ করতে গিয়ে জাকির হোসেন চালকের পাশের আসনে বসা ছিল। এ সময় বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার বলেন, নিহত ওই কিশোরের পরিবারকে সরকারি সহযোগিতা দেওয়া হবে।
জেবি