সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ইসলামী ব্যাংকের এক এজেন্ট শাখা থেকে এক কোটি ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
এ ঘটনায় ওই এজেন্ট ব্যাংকের মালিক আনোয়ার হোসেন বাদী হয়ে একজনকে অভিযুক্ত করে রোববার (৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম ওমর ফারুক (৩২)। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জগতপুর এলাকার এছহাক হোসেনের ছেলে। তিনি ওই ব্যাংকের এজেন্ট ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি এজেন্ট শাখার দায়িত্বে রয়েছেন। অভিযুক্ত ওমর ফারুক তিন বছর ধরে তার এজেন্ট শাখায় ইনচার্জ হিসেবে কর্মরত। গত ১২ জুন হজ করার উদ্দেশ্যে সৌদি আরবে যান ভুক্তভোগী আনোয়ার হোসেন। ১৮ জুলাই তিনি দেশে ফিরে আসেন। দেশে আসার পর তার অনুপস্থিতিতে এজেন্টের সব হিসাব চাইলে অভিযুক্ত ব্যক্তি হিসাব দেবেন বলে পরে আর অফিসে আসেননি। পরে বিভিন্ন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওই ব্যক্তি এক কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন। পরে অভিযুক্তের মোবাইল নম্বরে একাধিকবার কল করলে তা বন্ধ পাওয়া যায়।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা (আইও) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, এখন পর্যন্ত অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটক করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় এজেন্ট শাখার মালিকপক্ষ অভিযোগ করেছেন। কিন্তু এখনো কোনো গ্রাহক অভিযোগ করেননি।
জেবি