সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রামের হাটহাজারীতে সড়কের পাশের নালায় পড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত কলেজছাত্রীর নাম নিপা পালিত (২০)। সোমবার (৭ আগস্ট) উপজেলার নন্দীরহাট বাজারের বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিপা বাদামতল এলাকার উত্তম পালিতের মেয়ে। তিনি হাটহাজারী সরকারি কলেজের ছাত্রী। সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় নালায় পড়ে গেলে তার মৃত্যু হয়।
নিপার দাদা বাদল পালিত জানান, প্রবল বৃষ্টির মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য ছাতা মাথায় দিয়ে বাসা থেকে বের হয় সে। গাড়ি ধরতে নিপা মূল সড়কের একপাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ পাশের নালার পানিতে পড়ে যায় নিপা।
তিনি আরও জানান, পানি বেশি থাকায় নিপা উঠতে পারেননি। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় হাটহাজারী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, সড়কটিতে পাহাড়ি ঢল ছিল। স্রোতের চাপে পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়।
এইউ