সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রিল কেটে ভারতীয় ভিসা সেন্টারে চুরি ঘটনা ঘটেছে। এরপরই চোরদের ধরতে শহরের চার স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।
রোববার (৬ আগস্ট) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ সবুর আলী শেখ বাদী হয়ে একটি মামলা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, চোররা পেছন দিকের গ্রিল কেটে ভিসা আবেদন কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। তারা সেখান থেকে নগদ পাঁচ হাজার টাকা, চারটি বায়োমেট্রিক পেনড্রাইভ ও সিসি ক্যামেরার ডিভাইস চুরি করে নিয়ে যায়।
তিনি জানান, খবর পেয়ে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। এ ঘটনায় শহরের কাউতুলি, পৈরতলা, বিরাসা, শেখ হাসিনা সড়কে চেকপোস্ট বসানো হয়েছে।
এইউ