দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারী বর্ষণে বান্দরবানে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পৌরশহরের আর্মিপাড়া, বনানী স-মিল, বালাঘাটা সড়ক, ক্যাচংঘাটা, বাসস্ট্যান্ড, কালাঘাটা এলাকায় ঢুকে পড়েছে পানি। সদর উপজেলার কয়েকশ ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।
এদিকে সোমবার (৭ আগস্ট) সকালে বান্দরবানের থানচি-রুমা সড়কের ১২ মাইল নামক এলাকায় গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সকাল থেকে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন।
বেলা ১১টায় বান্দরবান আবহাওয়া গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ২৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর চলতি মাসের ১-৬ আগস্ট পর্যন্ত ৬৬৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও তিন-চার দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এফএইচ