সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জমি লিখে না দেওয়ায় বাবা-মাকে পুলিশ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে।
জানা যায়, ছেলে রমজান আলীকে কুয়েত পাঠান বাবা ফারুক মিয়া। ছেলে বিদেশ থেকে টাকা পাঠালে সেই টাকায় বাড়িতে ঘর দেওয়া হয়। পাঁচ বছর পর ছেলে বিদেশ থেকে দেশে ফিরে আসে এবং বিয়ে করে। এরপর বাবা-মাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু না যাওয়ায় শনিবার পুলিশ গিয়ে বাবাসহ পরিবারের ৯ সদস্যকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়।
এরপর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন প্রতিবেশীরা। পরে উন্নত চিকিৎসার জন্য ফারুক ও তার স্ত্রী ছায়েরা বেগমকে (৬৫) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তারা সেখানেই চিকিৎসাধীন।
ঘটনার দিনই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন আহত অন্যরা। আহতরা হলেন ফারুক মিয়ার ছেলে সরাজ মিয়া (২৫) ও রায়হান মিয়া (৯), মেয়ে বিলকিস আক্তার (১৫) ও জান্নাত আক্তার (১২), ফারুকের চাচাতো ভাই শাহেদ মিয়া (৬৫), ভাতিজা আনোয়ার মিয়া (৩৫) ও তাঁর স্ত্রী জেসমিন আক্তার (২৫)।
ফারুক মিয়া জানান, শনিবার পুলিশ এনে তাদের ঘর থেকে বের হইতে চাপ দেয়। বের হতে হইতে না চাইলে পুলিশ লাঠ দিয়ে বেধড়ক পিটায়।
এ নিয়ে ইউপি চেয়ারম্যান আজহারুল হক বলেন, ফারুক মিয়ার পারিবারিক সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারি। পুলিশ কেন একপক্ষের কাছ থেকে সুবিধা নিয়ে তাদের মারধর করবে?
নাসিরনগর থানা ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ