সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রো রো ফেরি বরকত থেকে পদ্মা নদীতে ঝাঁপিয়ে পড়েন বাঁধন মোল্যা (২৮) নামে এক যুবক। নদীর স্রোতে ভেসে যেতে বাঁধনকে উদ্ধার করেন দৌলতদিয়ার মো. চান্দু মোল্লা নামে এক মাছ ব্যবসায়ী।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বাঁধনকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বাঁধন বরগুনা জেলার তালতলি এলাকার মালেক মোল্লার ছেলে।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় নদীতে একজনকে ভেসে যেতে দেখেন। এরপর ট্রলার নিয়ে নদীর ৫ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি স্থান থেকে ওই যুবককে উদ্ধার করেন তিনি।
উদ্ধারের পর যুবককে নদীর পাড়ে আনার হলে স্থানীয়দের থেকে জানতে পারেন সে ছিনতাইকারী। পরে তাকে নৌ-পুলিশের কাছে তুলে দেন চান্দু।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল কবির বলেন, দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া রো রো ফেরি বরকত থেকে ওই যুবক নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে দেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ফেরিতে ছিনতাই করতে গিয়ে জনগণের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন ওই যুবক। ঠিক কী হয়েছে, তা জানতে কাজ করছে পুলিশ।
এইউ