সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারতীয় সীমান্তের পাশে মেঘালয়ের চাঙ্গের ছড়া দিয়ে চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাথরচাপা পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শনিবার (৫ আগস্ট) দুপুরে কয়লার বস্তা নিয়ে আসার সময় পাহাড়ে পাথরচাপায় কয়লার গর্তে পড়ে তার মৃত্যু হয়।
নিহত আক্তার হোসেন (১৬) তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাকমা গ্রামের বাসিন্দা আব্দুন নূরের ছেলে।
তাহিরপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তাহিরপুর উপজেলার সীমান্তের পাশে মেঘালয়ের চাঙ্গের ছড়া দিয়ে চোরাইপথে কয়লা আনতে যায় আক্তার। এক পর্যায়ে দুপুরে দিকে বস্তাভর্তী কয়লা বাংলাদেশে নিয়ে আসার সময় পাহাড়ে পাথরচাপায় কয়লার গর্তে পড়ে তার মৃত্যু হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, চোরাইপথে কয়লা আনতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
জেবি