সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকা থেকে রওয়ানা হয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে পৌঁছে সড়ক দুর্ঘটনায় নাহিদ হোসেন শাওন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৪ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাহিদ উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডোমখালী এলাকার বক্তা মিঝি বাড়ির মৃত আইয়ুব আলম মেম্বারের ছেলে। তার আরেক বন্ধু মোটরসাইকেল চাকল ইকবাল হোসেন (২৪) আহত হয়েছেন।
সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিটু বলেন, নাহিদ ঢাকায় এসি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) ছুটিতে তার বন্ধু ইকবালের মোটরসাইকেলে করে বাড়িতে আসছিলেন। পথে মহাসড়কের মিরসরাইয়ের বাদামতলী এলাকায় অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে তিনি পড়ে যান। এসময় দ্রুতগতির একটি গাড়ি এসে তাকে চাপা দেয়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
জেবি