সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুড়িগ্রামের উলিপুরে বাড়িতে সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আজম আলী (৫৩) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার হাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আজম আলী পাশের চিলমারী উপজেলার থানাহাট এ ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্কুল বন্ধ থাকায় বাড়িতে সিলিং ফ্যান মেরামত করছিলেন আজম আলী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জেবি