সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পরীক্ষাগারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের অপরাধে ফেনীতে একটি হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে পৌরশহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত বেসরকারি আল-বারাকা হাসপাতাল এ অভিযান চালান অধিদপ্তরের ফেনী জেলার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কাউসার মিয়া।
কাউসার মিয়া বলেন, অভিযানে ফেনী শহর পুলিশ ফাঁড়ির একটি দল অংশ নেয়। প্রতিষ্ঠানটি রোগ নির্ণয়ে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করছিল। এজন্য জরিমানা করা হয়েছে ও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
জেবি