সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঝালকাঠিতে সুগন্ধা-বিষখালী নদীর পানি বেড়ে ২০ গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তা-ঘাট, ভেসে গেছে জলাশয়ের মাছ, ডুবে গেছে ফসলি জমি।
শুক্রবার (৪ আগস্ট) দুপুরে শৌলজালিয়া ও আমুয়া ইউনিয়নের ছয়টি গ্রামে সুগন্ধা-বিষখালী নদীর পানি ঢুকে পড়ে। এতে কাঁঠালিয়া উপজেলার কচুয়া, ফেরিঘাট, পূর্ব কচুয়া, শৌলজালিয়া, আমুয়া বন্দর, চরের সিকদার পাড়া, নলছিটির ভবানিপুর, সরই, ঝালকাঠি সদরের দিয়াকুল, দেউড়ি, সাচিলাপুর, চর ভাটারাকান্দা, ভাটারাকান্দা, বৈদারাপুর, রূপসিয়া, রাজাপুরের চল্লিশ কাহনিয়া, বড়ইয়া, চর মানকি সুন্দর, চর নিজামিয়া ও পালটে জোয়ারের পানি প্রবেশ করেছে।
এ বিষয়ে শৌলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, বাঁধ না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুম পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়। এ এলাকায় বাঁধ নির্মাণ জরুরি।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কেএম নিলয় পাশা বলেন, ভাঙন রোধে ৮৫৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সে প্রকল্প গৃহীত হলে নদী ভাঙনে কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
জেবি