সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মায়ের সামনেই তিস্তা রেলওয়ে সেতুর ৪ নম্বর পিলারের ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। নিখোঁজ তরুণীকে খুঁজতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৪ ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হয়ে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে তিস্তা রেল সেতুর কাউনিয়া প্রান্তে এ ঘটনা ঘটে। তিস্তায় নিখোঁজ কাকলি (১৯) রংপুর শহরের লালবাগ এলাকার আব্দুল কাউয়ুমের মেয়ে।
ফায়ার সার্ভিস, পুলিশ এবং ওই শিক্ষার্থীর স্বজনেরা জানান, মেয়েটি এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন। মঙ্গলবার তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল। এ নিয়ে পরিবারের সঙ্গে কয়েক দিন ধরে ঝগড়াঝাঁটি হয়। দুদিন আগে পরিবারের কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে কাউনিয়া এলাকায় আত্মীয়ের বাড়িতে ওঠেন। মঙ্গলবার দুপুরে মা ফেরদৌসী বেগম তাকে নিতে সেই আত্মীয়ের বাড়ি যান। মা–মেয়ে রংপুরের উদ্দেশে অটোরিকশা নিয়ে যাত্রা করেন। পথে মেয়েটি তিস্তা রেলওয়ে সেতু দেখার কথা বলে অটোরিকশা থামান। এরপর রেলসেতুর কাছে গিয়ে দাঁড়ায়। মা অটোরিকশা থেকে নামার আগেই দৌড়ে রেলসেতুর ৪ নম্বর পিলারে গিয়ে উঠে বলেন, ‘মা আমি গেলাম, আমাকে আর তোমরা কেউ খুঁজে পাবে না।’
এই বলেই কাকলি তিস্তা নদীতে লাফ দেন। সঙ্গে থাকা ব্যাগ, ছাতা ও স্যান্ডেল পিলারেই রেখে গেছেন। মা ও উপস্থিত লোকজন চিৎকার করতে থাকেন। তাদের সামনেই নদীতে তলিয়ে যান কাকলি। পরে কাউনিয়া থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসে। তারা ব্যর্থ হয়ে সন্ধ্যা ৭টায় উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করেন।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফরহাদ হোসেন বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস দলের সঙ্গে আমাদের পুলিশ সদস্যরাও উদ্ধার কাজে নেমে পড়েন।’
কাউনিয়া ফায়ার সার্ভিস অফিসের সাব স্টেশন অফিসার সামসুল আলম বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি এবং রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলে আসে। সবাই মিলে প্রায় চার ঘণ্টা নদীর ভাটিতে উদ্ধার কাজ চালাই। কিন্তু তাকে পাওয়া যায়নি। সন্ধ্যা হওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। মেয়েটির কোনো নিশানা পেলে বুধবার আবার উদ্ধার কাজ শুরু করা হবে।’
জেবি