সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরগুনার পাথরঘাটা থেকে ৭০ কিলোমিটার গভীরে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। ঘটনার ৪ ঘণ্টা পর ট্রলারের ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে।
মো. দিদার হোসেনের মালিকানাধীন এফবি ফিদিয়া নামের ট্রলারটি মঙ্গলবার (১ আগস্ট) ফিরে আসার সময় ডুবে যায়। বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার ডুবি ও জেলেদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলী এলাকায়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ট্রলার মালিকের মো. দিদার হোসেনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, ৬৫ দিন মৎস্য অবরোধের পর রসদ সামগ্রী নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় এফবি ফিদিয়া ট্রলারটি। বৈরী আবহাওয়া দেখে নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলে ফিরে আসার সময় বাতাসের চাপে উল্টে যায় ট্রলারটি। এরপর জেলেরা ট্রলারে থাকা বয়া ধরে ভাসতে থাকেন। একই এলাকা দিয়ে মহিপুরের অন্য একটি ট্রলার তাদের ভাসতে দেখে উদ্ধার করে নিয়ে আসে।
এর আগে আজ বেলা দেড়টার দিকে বিষখালী নদীতে মাছ ধরার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে আবুল হোসেন নামে এক জেলে নিখোঁজ হন। তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা কেএম সাফিউল কিঞ্জল রাত সাড়ে নয়টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এফবি ফিদিয়া নামক একটি ট্রলার ১৭ জন জেলেসহ চরে আটকা পড়ে যায়। বিষয়টি জানার পরে কোস্টগার্ড জেলেদের উদ্ধার করে নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শুকনো খাবার দেওয়া হয়।
জেবি